বেবী সাউ

 আদিম 



সমস্ত জেনেছে শব্দ আদিযুগ পাতার ব্যবহার 

অক্ষরে ধুলোখেলা

অন্ধকারে নক্ষত্র আকাশ


কত দূর পাহাড়ের চূড়া? তোমার শব্দের মত

তুমি তত শরীর কি আজ?

আমি নই বায়বীয় মুখ

এসেছি তোমার কাছে

যেভাবে নতুন জন্ম হয়


যেভাবে লেগেছে পাহাড়ে আগুন 

টাঙি বল্লমের ঘাত

ঘাতকের বেশে এই নিশাচর 

পদ্ম শঙ্খ চক্র -- মাদক নিষ্ঠুর 

বিষ শ্বাস 

ফসলের লোভে পেতেছে আসন


তুমি সেই শস্য, সেই বীজ

দূরে পাহাড়ে আগুন জ্বলছে

নেমে আসছে সব মেঘ

আমি, তুমি, জন্ম দিচ্ছি

পরবর্তী শতকের গান


গ্রহণ করবে এইসব মাটি ও নুনের কথা 

জন্মশতক থেকে নেমে আসে দু'দণ্ডের অবসর 

ও জলজ ইশারা


তার ভিতর এই পেতে দিয়েছি আমার শ্রাবণ

এই ছুটে যাচ্ছি আমি  আমার হারপুন

আদর করছে লাঙলের মত

আর দ্যাখো জল কত

শস্যপ্রেমিক হয়ে উঠেছে এখন


পাঠকের মতামতঃ